ঢাকা: বস্ত্রখাতে কোনো রফতানিকারক একই রফতানির বিপরীতে ৩টি খাতে নগদ সহায়তা প্রাপ্য হলে এর সর্বোচ্চ হার হবে ১০ শতাংশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে কোনো রফতানিকে একই রফতানির বিপরীতে বস্ত্রখাতে বিদ্যমান তিনটি খাতে সহায়তা প্রাপ্য হলে ওই তিন খাতে মোট নগদ সহায়তা হবে ১০ শতাংশ। খাত তিনটিতে বর্তমানে মোট ১১ শতাংশ নগদ সহায়তার ঘোষণা দেওয়া রয়েছে।
এগুলো হলো প্রচলিত নগদ সহায়তা ৪ শতাংশ, ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র শিল্পের জন্য অতিরিক্ত সহায়তা ৪ শতাংশ এবং নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণ সহায়তা ৩ শতাংশ।
বস্ত্রখাতে নগদ সহায়তা পরিশোধের বিষয়ে জারি করা সব নির্দেশনা বা প্রজ্ঞাপনের প্রযোজ্য অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসই/আইএ