কিশোরগঞ্জ: ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশে সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা আয়কর কার্যালয়ে মেলার উদ্বোধন করেন কর কমিশনার হারুন অর রশিদ।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এতে করদাতাদের উৎসাহিত করতে এবং হয়রানি বন্ধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এবছর ৬৬ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৩৬ কোটি টাকা। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আইএ