ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
খাগড়াছড়িতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর উদ্যোগে খাগড়াছড়ি পৌরসভার হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর অতিরিক্তি কর কমিশনার সফিনা জাহানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানা, পুলিশ সুপার মোহাম্মাদ আব্দুল মজিদ, পৌর মেয়র রফিকুল আলম, চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত প্রমুখ।

দুই দিনের এই মেলায় তথ্য ও সেবা প্রদান, আয়কর রিটার্ন, আয়কর রিটার্ন গ্রহণসহ বিভিন্ন সহযোগীতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।