ঢাকা: কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা হবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার)।
আন্তর্জাতিক বাজারে কাঁচা ও প্রক্রিয়াজাত চামড়ার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার মূল্য নির্ধারণ করা হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে তারিখটি নির্ধারিত হয়েছে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চামড়ার মূল্য নির্ধারণে চামড়া শিল্পে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে এ সভায় সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণ যেন চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় এ সভার উদ্যোগ নেয়।
লতিফ জানান, কোরবানির চামড়া নিয়ে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় বা সিন্ডিকেট না হয়, সে বিষয়ে সরকার সব পদক্ষেপ নিয়েছে। চামড়া ক্রয়-বিক্রয়ে যেন কোনো বিক্রেতা প্রতারিত না হন বা কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হন, সে কারণেই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গরমের কারণে কাঁচা চামড়া লবণ ছাড়া বেশি সময় রাখা যায় না। তাই ৫-৬ ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দিতে হবে। ১০-১২ ঘণ্টা চামড়ায় লবণ না দিলে নষ্ট হয়ে যায়। এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন থাকার প্রয়োজনীয়তা নিয়ে সভায় আলোচনা হয়।
এ বিষয়ে সংবাদপত্র ও টেলিভিশনে যথাযথভাবে প্রচার চালানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আলোচনায় জানানো হয়, দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। লবণ সংকটের কোনো আশঙ্কা নেই। এ বিষয়ে চামড়া ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেসি, অতিরিক্তি সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও) অমিতাভ চক্রবর্তী, অতিরিক্ত সবিচ (এফটিএ) মনোজ কুমার রায়, হাইড অ্যান্ড স্কিন রিটেইল ডিলার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি নওয়াব হোসেন, সেক্রেটারি লোকমান মিয়া, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. রবিউল আলমসহ চামড়া ব্যবসায় সংশ্লিষ্ট সব ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংক, রফতানি উন্নয়ন ব্যুরো, এনএসআই, ডিজিএফআই, ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসকেএস/জেডএস