শেরপুর: শেরপুরে চারদিন ব্যাপী আয়কর মেলায় ৩১ লাখ ৩৪ হাজার ৪০৮ টাকা আদায় হয়েছে। এ মেলায় ৩৭৬ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
করমেলায় ২ হাজার ২৭৮ জন সেবা গ্রহণ করেছেন এবং ১১ জন নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে করমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান শেরপুর সার্কেলের উপ-কর কমিশনার মো. মোখলেছুর রহমান।
তিনি বলেন, এবারের আয়কর মেলায় গত বছরের চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। আয়কর আদায়ের হারও বেশি হয়েছে।
এদিকে, ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. হারুনুর রশিদ শহরের মাধবপুর এলাকার কর অফিস সংলগ্ন মাঠে আয়োজিত আয়কর মেলা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
শেরপুর জেলার সেরা করদাতা হিসেবে ৫ জনকে সম্মাননা জানানো হয়েছে। এরা হলেন- সুরেশ চন্দ্র মালাকার সন্সের সত্ত্বাধিকারী সাংবাদিক সুশীল মালাকার ও সাদী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আলহাজ জয়নাল আবেদীন, সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন তরুণ ব্যবসায়ী জামান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সাদুজ্জামান সাদী, মীর ট্রেডার্সের সত্ত্বাধিকারী মীর দেলোয়ার হোসেন দিলু ও আক্রাম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ঠিকাদার মো. আক্রাম হোসেন।
এফবিসিআই পরিচালক ও শেরপুর চেম্বারের সভাপতি মো. মাসুদ, কর আইনজীবী সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম পনিরসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন জেলার ৫ সেরা করদাতাকে অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পিসি/