আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।
তিনি আরো জানান, ছুটির সময় দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও সোনালী ব্যাংকের বন্দর শাখার বুথ বন্ধ থাকবে। তবে ওই সময় বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর আদায় করা হবে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআই