ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈশ্বরদীতে দু’দিন ব্যাপী আয়কর মেলা শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ঈশ্বরদীতে দু’দিন ব্যাপী আয়কর মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ প্রতিপাদ্যে পাবনার ঈশ্বরদীতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপ কর কমিশনারের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।



এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

সার্কেল-১২ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ সোলায়মান মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম সেলিম ও ব্যবসায়ী খায়রুল ইসলাম।

এ সময় আয়করদাতা ব্যবসায়ী নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।