ঢাকা: বিজিএমইএ’র অনুরোধে কাস্টমস স্টেশন এলাকায় কার্যরত ব্যাংকগুলোকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফশিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদ-উল আজহার আগে তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিজিএমইএ’র অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি ও ঢাকার কমলাপুর শুল্ক স্টেশনসমূহ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এমতবস্থায় তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে নিরপত্তা নিশ্চিত পূর্বক উল্লেখিত কাস্টমস স্টেশন এলাকায় কার্যরত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখতে হবে। ’
ওই দিন ছুটি থাকায় অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত সম্মানজনক ভাতা প্রদানেরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসই/এএ