ফরিদপুর: ফরিদপুরে এবারের আয়কর মেলায় ৮০২টি আয়কর রিটার্ন জমা পড়েছে। আর নতুন আয়করদাতা হয়েছেন ৬৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলা আয়কর অফিসে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক মো. শাহজাহান, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি রবীন্দ্রনাথ সাহা, ফরিদপুর কর সার্কেল- ৫৯ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার সাজ্জাদ আলী চৌধুরী প্রমুখ।
সভায় জানানো হয়, কর প্রদানে উৎসাহিত করতে এ বছর জেলা সদর ছাড়াও বোয়ালমারী, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় আয়কর মেলার আয়োজন করা হয়। ফরিদপুর জেলা সদরে ২০১২ সাল থেকে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় আরো জানানো হয়, মেলার মাধ্যমে ২০১২ সালে ৬৩১টি রিটার্ন গ্রহণের মাধ্যমে ১০ লাখ ৮৫ হাজার ৪১৪ টাকা, ২০১৩ সালে ৫১১টি রিটার্ন গ্রহণের মাধ্যমে ৭ লাখ ৮ হাজার ৮৮১ টাকা এবং ২০১৪ সালে ৬২৯টি রিটার্ন গ্রহনের মাধ্যমে ১২ লাখ ১৬ হাজার ৯৯৭ টাকা আয়কর পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
/এটি