হিলি(দিনাজপুর): ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার চালু থাকবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে দুপুর ২টার দিকে বিশেষ ব্যবস্থায় ভারতে আটকে পড়া দু’টি পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। পরে যা বন্দর থেকে ছাড় দেওয়া হয়।
অপরদিকে সকালে বন্দর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে চলে যায়।
বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ও বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার যথারিতী চালু থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএ