গাবতলী গরুর হাট ঘুরে: ঝিনাইদহের কালিগঞ্জ থেকে গাবতলী পশুর হাটে বিশালদেহি একটি গরু এসেছে। এর নাম রাখা হয়েছে মাস্তান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এটিই ছিল গাবতলী হাটের সবচেয়ে বড় গরু।
মাস্তানের সমস্ত শরীর প্রায় কালো। তবে মাথা, পা, কান ও শরীরের কিছু অংশ হালকা ঘিয়া রংয়ের।
এর দাম হাঁকা হচ্ছে ২২ লাখ টাকা। বিক্রেতাদের দাবি, মাস্তানের শরীরে আছে ২০ মণ মাংস। চার বছর বয়সী মাস্তান কিনলে সঙ্গে ছোট একটি গরু উপহার দেওয়া হবে।
অস্ট্রেলিয়ান শঙ্কর জাতের মাস্তান লম্বায় ৯ ফুট এবং উচ্চতায় ৫ ফুট ৫ ইঞ্চি।
ছোট শিংধারী মাস্তান অধিকাংশ সময় মাথা নিচু করে থাকে। অপরিচিত কাউকে দেখলে মাস্তানি ভাব দেখায়। তবে কাউকে কখনও আঘাত করেনি বলে জানান বিক্রেতা।
মাস্তানের মালিক নজরুল ইসলাম মিন্টু বাংলানিউজকে বলেন, মাস্তানের দাম ২২ লাখ টাকা। তবে এর সঙ্গে ছোট একটি গরু উপহার দেওয়া হবে।
তিনি আরও বলেন, মাস্তান আমার ঘরের গরু। চার বছর ধরে সন্তানের মতো বড় করেছি মাস্তানকে। মাস্তান নামে ডাকলেই সাড়া দেয়।
মঙ্গলবার গাবতলী পশুরহাটে মাস্তানই ছিল সবচেয়ে বড় গরু। তবে এর আগে কুষ্টিয়ার মুল্লুক বেপারি পার্বতী নামে একটি বড় ষাড় গাবতলীতে এনেছিলেন। এর দাম হাঁকা
হয়েছিল ২৫ লাখ টাকা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার পার্বতীকে ১৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
এতে করে মাস্তানই গাবতলীর সেরা গরু।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমআইএস/এএসআর