ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাজিদের খবর নিতে সৌদিতে ১ টাকা কলরেট জিপি’র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
হাজিদের খবর নিতে সৌদিতে ১ টাকা কলরেট জিপি’র

ঢাকা: সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের খোঁজখবর নেওয়ার সুবিধার্থে যে কোনো গ্রামীণফোন (জিপি) নম্বর থেকে দেশটিতে কল করা যাবে মাত্র ১ টাকা প্রতিমিনিট। এ রেট শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত প্রযোজ্য হবে।



শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জিপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে ৭১৭ জন হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৮৬৩ জন।

পদদলিতের ঘটনায় বাংলাদেশি ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হাজিদের উৎকণ্ঠিত স্বজনদের জন্য এ অফার দিল জিপি।

বিজ্ঞপ্তিতে মিনা ট্রাজেডিতে দুর্ঘটনা কবলিত সব হজযাত্রী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জিপি।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।