ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনুন্নত দেশগুলোর ঋণ মওকুফ করবে চীন

আন্তার্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
অনুন্নত দেশগুলোর ঋণ মওকুফ করবে চীন

ঢাকা: উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য দুই বিলিয়ন ডলার ফান্ড গঠনের এবং পর্যায়ক্রমে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিন। উন্নয়নের লক্ষ্য নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের এক সামিটের বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোতে চীনের বিনিয়োগের পরিমাণ বেড়ে ১২ বিলিয়ন ডলারে দাঁড়াবে এবং একই সঙ্গে ছোট ছোট দ্বীপদেশসহ অনুন্নত দেশগুলোর ঋণ মওকুফ করা হবে।

এছাড়াও চীন আগামী পাঁচ বছরে ৬০০ বিদেশী প্রকল্পে সহযোগিতা এবং আরও বেশী স্কলারশিপ দিবে বলে জানিয়েছেন তিনি।

জাতিসংঘের বৈশ্বিক টেকসই উন্নয়ন প্রকল্প শুরু করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন শি জিংপিন। এ কর্মসূচীর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দারিদ্র ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করবে সদস্য দেশগুলো।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫   
একেএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।