আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে মাছ রফতানির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। বুধবার সকাল থেকে পাথরসহ অন্যান্য পণ্য রফতানি করা হবে।
আখাউড়া স্থলবন্দর দিয়ে পাথর, ইট, বালু, সিমেন্ট ও ছোট-বড় মাছসহ ৫০ রকমের পণ্য রফতানি হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর