নেত্রকোনা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোনা সার্কেল ৬ মাসে এক কোটি ৭৬ লাখ ২১ হাজার ১৫৫ টাকা রাজস্ব আদায় করেছে।
চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য যানবাহনে অভিযান চালিয়ে এ রাজস্ব আদায় করা হয়।
এর মধ্যে ৮৬৭টি যানবাহন থেকে রেজিস্ট্রেশন বাবদ ১ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার ৬৬৩ টাকা ও ড্রাইভিং লাইসেন্স বাবদ ৩১ লাখ ২৪ হাজার ৪৯২ টাকা রাজস্ব আদায় করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ট্রাফিক পরিদর্শক তারিকুল আলম বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
গত কয়েকমাস ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশব্যাপী রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য অভিযান পরিচালনা করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে বিআরটিএ- নেত্রকোনা সার্কেল জেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে উল্লেখিত রাজস্ব আদায় করে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএইচ