ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেনিশ-বাংলাদেশ বাণিজ্যিক বৈঠকে ডেনমার্কে শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ডেনিশ-বাংলাদেশ বাণিজ্যিক বৈঠকে ডেনমার্কে শিল্পমন্ত্রী

ঢাকা: ডেনিশ-বাংলাদেশ বাণিজ্যিক সম্ভাবনা ডেনমার্কের সরকারের কাছে তুলে ধরতে সেদেশে সফর করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার (৩ অক্টোবর) ডেনমার্ক পৌঁছেছেন শিল্পমন্ত্রী।

ডেনিশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে শিল্পমন্ত্রী ও ডেনিস ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে।

জানা যায়, এ সফরে আন্তর্জাতিক মানের পানি পরিশোধনাগার পরিদর্শন করবেন শিল্পমন্ত্রী।

এছাড়া তিনি ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন, বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটি প্রধান চারলট স্লেন্টের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন।

ডেনমার্কের বিশ্বখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসো’র প্রধান কার্যালয় পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ও করবেন শিল্পমন্ত্রী।

সফর শেষে শিল্পমন্ত্রীর আগামী ৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।