ঢাকা: যেকোনো দেশের ভিসা আবেদনের সঙ্গে ভিসা প্রসেসিং ফি জমা দেওয়া যাবে র্ভাচুয়াল কার্ডে।
রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, অনলাইনে ভিসা ফি পরিশোধ কার্যক্রম সহজ করতে র্ভাচুয়াল কার্ড ব্যবহারের এই সুযোগ দেওয়া হয়েছে।
কোনো ব্যক্তি বিদেশ ভ্রমণের ভিসা পেতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের হিসেবে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিতে পারবেন।
প্রযুক্তির উন্নয়নে অনেক কাজই হচ্ছে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে।
দূতাবাসে নগদ টাকা নিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসই/এমএ