ঢাকা: শনিবার (১০ অক্টোবর) থেকে রাজধানীর বাজারে ইলিশের দেখা মিলবে। শুক্রবার( ৯ অক্টোবর) রাত ১২টা থেকে ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞার সময় শেষ হচ্ছে।
কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা আজ( শুক্রবার) শেষ হবে। আর রাতেই জেলেরা মাছ ধরবে।
আগামীকাল( শনিবার) থেকেই বাজারে ইলিশ পাওয়া যাবে। ’
তবে, একাধিক মাছ ব্যবসায়ী বলছেন, ‘আগামীকাল থেকেই ইলিশ মাছ পাওয়া যাবে তা নিশ্চিত নয়। তবে ১১ তারিখের পর থেকে নিশ্চিত পাওয়া যাবে। ’
‘প্রতি বছরেই দেখা যায়, নিষেধাজ্ঞা ওঠার একদিন পর বাজারে মাছ আসে। এবারও তেমনটি হতে পারে’ বলে মনে করছেন মা মাছ আড়তের মালিক সেলিম ভূঁইয়া।
ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার জন্য প্রতিবছরের মতো এ বছরও ইলিশ মাছ ধরা বন্ধ রাখা হয়।
একটি সূত্র জানায়, জেলেরা নিষেধ না মেনে ইলিশ ধরে মজুদ করেছে। সেই মজুদ করা ইলিশ শনিবার নিষেধাজ্ঞা ওঠার সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭ ১৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এফবি/পিসি