ঢাকা: ধান, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া, নবায়ন ও বিতরণের আগে পাটজাত পণ্যের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন-২০১০ এর ব্যবহার নিশ্চিত না করলে উল্লেখিত পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান ঋণ পাবে না।
সোমবার (১২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঋণ দেওয়া, নবায়ন ও বিতরণের আগে প্রতিষ্ঠানকে পাটজাত পণ্যের মোড়ক ধান, গম, ভুট্টা, সার ও চিনিতে ব্যবহার করা বাধ্যতামূলক করা হলো।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসই/এএ