ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ওয়ালটন এখন জাতীয় গর্ব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
‘ওয়ালটন এখন জাতীয় গর্ব’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ‘ওয়ালটন এখন জাতীয় গর্ব’ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, ওয়ালটন দক্ষতা, যোগগ্যতা এবং সার্ভিস দিয়ে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

ওয়ালটন বাংলাদেশের মানুষের সামনে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আইসিটি খাতের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করবে।

সরকারি নীতিমালার আওতায় ওয়ালটনকে বেসরকারি হাইটেক পার্ক ঘোষণার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি ওয়ালটনকে হাইটেক পার্কের সব সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাজীপুরের চন্দ্রা এলাকায় ওয়ালটন ফ্যাক্টরি কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন।

এসময় তিনি ওয়ালটনের নব-নির্মিত ই-কমার্স ওয়েব সাইটের উদ্বোধন করেন।

এর আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালটন কারখানায় পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান ওয়ালটন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, ওয়ালটনের পরিচালক রেজাউল আলম শামীম ও মঞ্জুরুল ইসলাম অভি, নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, কর্নেল (অব.) এসএম শাহাদাত আলম প্রমুখ।

প্রতিমন্ত্রী ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শন করেন। কারখানা কমপ্লেক্স পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ওয়ালটনের কর্পোরেট ডক্যুমেন্টারি উপভোগ করেন।

তিনি বলেন, ওয়ালটন ব্র্যান্ড সারাবিশ্বে একটি নজির সৃষ্টি করেছে। ওয়ালটন হাইটেকে এখন ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।