ঢাকা: টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে ব্যাংকিংখাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিকল্প নেই। সব শ্রেণীর মানুষের কাছে আর্থিক সেবা সহজ করতে ডিজিটাল অন্তর্ভূক্তিমূলক বা ফিনটেক (ফিন্যান্সিয়াল টেকনোলজি) চালু করবে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গর্ভনর ড. আতিউর রহমান একথা জানান। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য সাময়িকী ‘দ্যা ইমার্জিং মার্কেটস’ প্রদত্ত ‘এশিয়ার শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর-২০১৫’ নির্বাচিত হওয়ায় গভর্নর ড. আতিউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের মুদ্রা ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক আস্থানির্ভর নীতি-অ্যাপ্রোচ গ্রহণে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের ‘ইমার্জিং মার্কেটস এশিয়ার সেরা কেন্দ্রীয় ব্যাংক গভর্নর’ নির্বাচিত হয়েছে।
এ পুরস্কার বাংলাদেশের পরিশ্রমী ও উদ্যমী উদ্যোক্তা, মুক্তিযুদ্ধের শহীদ এবং তার সব সময়ের পরামর্শদাতা ও নির্দেশক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন আতিউর রহমান। প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালন করার কারণেই এ পুরস্কার বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে প্রথম সারির নেতৃত্বে অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ অর্জন করে দেশের সুনাম বাড়িছেন।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর আবুল কাসেম, আবু হেনা মোহা. রাজি হাসান, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, নির্মল চন্দ্র ভক্ত, আব্দুর রহিম, মিজানুর রহমান জোদ্দার, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির প্রিন্সিপাল মো. জামসেদুজ্জামান, প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, সিনিয়র ইকোনোমিক অ্যাডভাইজার ফয়সল আহমদ, মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, ড. আবুল কালাম আজাদ, আবু ফারাহ মো. নাসের, প্রভাষ চন্দ্র মল্লিক, নুরুন নাহার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসই/এএ