আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।
ছুটিকালীন দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানায়, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে পূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে, ২১ ও ২২ অক্টোবর শুধু মাছ রপ্তানি হবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের জন্য বন্দরের ইমিগ্রশন, সোনালী ব্যাংকের বিশেষ শাখার বুথসহ বন্দরের শুল্ক বিভাগ খোলা থাকবে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী হাসিবুল হাসান বাংলানিউজকে বলেন, ভারতীয় ব্যবসায়ীরা দুর্গা পূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ১৫ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে চেয়েছিল। পরে লোকসানের কথা বিবেচনা করে আমাদের অনুরোধে ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সিমেন্ট, পাথর, ছোট-বড় মাছ, শুটকি ও প্লাস্টিক সামগ্রীসহ ৫০ জাতের পণ্য ভারতের ত্রিপুরাসহ সাতটি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ