ঢাকা: গোপালগঞ্জ সফরে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি প্লেনযোগে ঢাকা ত্যাগ করবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কৃষি ও শিল্প ঋণ, সিএসআর কার্যক্রম, জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জনতা ব্যাংক লিমিটেড’র সহযোগিতায় টুঙ্গীপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য জনতা ব্যাংকের সিএসআর’র আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন গভর্নর।
গর্ভনরের সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, শনিবার বিকেলে ড. আতিউর রহমান ঢাকায় ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫/আপডেট: ১৪৫২ ঘণ্টা
এসই/আরএইচ