ঢাকা: চলতি অর্থবছরের শেষ পর্যায়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
অন্যদিকে, সরকার মূল্যস্ফীতির হার নির্ধারণ করেছে ৬ দশমিক ২ শতাংশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট-২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।
বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেইন। অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। এসময় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেইন বলেন, এক বাক্যে বলতে হলে অর্থনীতি স্থিতিশীল পথে রয়েছে, তবে নিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের জিডিপি বৃদ্ধি ভালো। মূল্যস্ফীতি কমেছে। বৈদেশিক রিজার্ভ বেড়েই চলেছে। রাজস্ব ঘাটতি সহনীয় ও সরকারি ঋণ জিডিপির অনুপাতে স্থিতিশীল। এতে বোঝা যায় দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে।
বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ বলেন, সরকার সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরেছে সেটা অর্জন করা সম্ভব। তবে বেসরকারি খাতে বিনিয়োগ বর্তমান থেকে আরও বাড়াতে হবে।
অর্থনীতির অনিশ্চয়তা প্রসঙ্গে জাহিদ বলেন, অর্থনীতি অনিশ্চয়তার মধ্যেও রয়েছে। এর পিছনে প্রধান উদ্বেগ আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতার সমস্যা। চাহিদা ও সরবরাহের দিকে নতুন নতুন সমস্যা দেখেছি। ব্যাংকগুলোতে সুদের হার কিছুটা কমেছে। তবে রাজস্ব ক্ষেত্রে কর আহরণের টার্গেট অনেক কম। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন টার্গেট ভালো নয়, এর প্রধান কারণ বাস্তবায়নের সক্ষমতা কম। বাজেট ঘাটতিও রয়েছে, এটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে আমাদের বড় প্রতিযোগী দেশ ভিয়েতনাম। তারা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে পারবে। কিন্তু আমরা পারবো না। এতে আমাদের পোশাক রপ্তানি খাত ঝুঁকির মুখে পড়বে।
সামষ্টিক অর্থনীতি প্রসঙ্গে জাহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা খুব ভালো। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল পথেই রয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো এবং ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণও কম।
এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আর সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ অর্জন করা। ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫/আপডেট: ১৯০০ ঘণ্টা
এমআইএস/এএ