ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থানে রূপালী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থানে রূপালী ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খেলাপি ঋণ আদায়ে দেশজুড়ে শাখাগুলোর প্রতি কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বাণীতে রূপালী ব্যাংকের ঋণ গ্রহীতাদের সঙ্গে মত বিনিময়  সভায় তিনি এ নির্দেশ দেন।



ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, দ্রুত ঋণ খেলাপির টাকা পরিশোধ করুন। তা না হলে ব্যাংক যেভাবেই হোক টাকা আদায় করবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। ব্যাংকের টাকা জনগণের টাকা। তাই জনগণের টাকা ফেরত দিতেই হবে।

এসময় পরিচালক অ্যাডভোকেট সতেন্দ্র চন্দ্র ভক্ত, ব্যারিস্টার জাকির আহাম্মদ, এ কে এম দেলোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান চৌধুরী ও দেবাশীষ চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫।
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।