ঢাকা: প্রাকৃতিক উপায়ে শস্য হিমাগার নির্মাণ ও গবেষণায় সিএসআর কার্যক্রমের আওতায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছে বেসরকারি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
বুধবার (২১ অক্টোবর) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মনজুর হোসেনের গবেষণা কাজে এ অর্থ দেওয়া হয়েছে। ২০ অক্টোবর, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং পরিচালক আব্দুল মালেক মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অধ্যাপক ড. এম মনজুর হোসেনের সঙ্গে চুক্তি হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে ব্যাংকের কোম্পানি সচিব মো. মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. ফজলুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, আবেদ আহম্মেদ খান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, জাপানের বিজ্ঞানি কেনজি সুজি, বিজ্ঞানী ও পরামর্শক ইঞ্জিনিয়ার হিদেকি তানাকা, রাজশাহীর আকাফুজি অ্যাগ্রোটেকনোলজিসের জেনারেল ম্যানেজার ড. সেলিম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রভাষক শাহ মো. শাহান শাহরিয়ার, পিএইচডি ফেলো হোসাইন মোহাম্মদ জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএ