ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসআইবিএলের ইজি ব্যাংকিং সেবা বসুন্ধরায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসআইবিএলের ইজি ব্যাংকিং সেবা বসুন্ধরায়

ঢাকা: ব্যাংকিং আরো সহজ করার জন্য সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) নিয়ে এলো ইজি ব্যাংকিং সেবা।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই সেবার উদ্বোধন করেন।



এখন থেকে এসআইবিএল ইজি ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা এটিএম ও সিডিএম মেশিনের সাহায্যে ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলনসহ অন্যান্য ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবে।

এ ছাড়া এসআইবিএল ইজি ব্যাংকিংয়ের বুথের ওয়াই-ফাই জোন থেকে তারা সহজেই ইন্টারনেট ব্যাংকিং সেবাও নিতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইবিএলের চেয়ারম্যান মেজর ডা. রেজাউল হক (অব.)।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এবং এসআইবিএলের সাবেক পরিচালক এ আর রশিদি, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, এসআইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ, এসআইবিএল বসুন্ধরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরীসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।