ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসা করার পরিবেশে বাংলাদেশ বিশ্বে ১৭৪তম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ব্যবসা করার পরিবেশে বাংলাদেশ বিশ্বে ১৭৪তম

ঢাকা: ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪ তম। গত বছর এ অবস্থান ছিল ১৭২।



মঙ্গলবার ওয়াশিংটন থেকে বিশ্বব্যাংকের ‘ডুয়িং বিজনেস ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের এ অবস্থান প্রকাশ করা হয়। সারা বিশ্বে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সংস্থাটির ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় ব্যবসা পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। তবে দক্ষিণ এশীয় অঞ্চলে ব্যবসার ভালো পরিবেশের দিক থেকে ভালো অবস্থানে রয়েছে ভুটান, অবস্থান ৭১ তম।

দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলোর মধ্যে নেপাল ৯৯, শ্রীলঙ্কা ১০৭, মালদ্বীপ ১২৮, ভারত ১৩০  এবং পাকিস্তান ১৩৮তম স্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান, বিশ্ব তালিকায় দেশটির অবস্থান ১৭৭।

প্রকাশিত প্রতিবেদনে ডুয়িং বিজনেস রিপোর্টের পোগ্রাম ম্যানেজার রিতা রামালহো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে যে দক্ষিণ এশীয় দেশগুলোর অর্থনীতি বেশ জোরালোভাবে এগিয়ে যাচ্ছে।   এই দেশগুলো ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন পদক্ষেপ  নিচ্ছে এর মধ্যে অন্যতম হলো তরুণদের জন্য চাকরির ব্যবস্থা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালুতে সহযোগিতা করা। ’

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ব্যবসার পরিবেশ নির্ভর করে এমন ১০টি বৃহত্তর নির্দেশিকার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এগুলো হলো—ব্যবসায় শুরুর পরিবেশ, অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুতের নিশ্চয়তা বা প্রাপ্যতা, সম্পত্তি নিবন্ধন, ঋণের প্রাপ্যতা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।