ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার চালু হচ্ছে আরটিজিএস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বৃহস্পতিবার চালু হচ্ছে আরটিজিএস

ঢাকা: তাৎক্ষণিকভাবে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করার প্রক্রিয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু হচ্ছে বৃহস্পতিবার।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন গর্ভনর ড. আতিউর রহমান।


 
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ‘রেমিট্যান্স অ্যান্ড পেমেন্ট সিসটেম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় আরটিজিএস ব্যবস্থা বাস্তবায়িত হতে যাচ্ছে।
 
এই ব্যবস্থায় দেশের অভ্যন্তরে দেশীয় ও বৈদেশিক মুদ্রায় সম্পাদিত বড় অংকের আন্তঃব্যাংক লেনদেনগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হবে।  
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।