ঢাকা: সর্বাধুনিক প্রযুক্তির এয়ার সাসপেনশন এসি ও নন এসি বাসের বডি তৈরির কাজ শুরু করতে যাচ্ছে ইফাদ অটোজ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফাদ শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি ও করপোরেট বাসের উদ্বোধনী অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বিষয়টি জানান।
টিপু জানান, অশোক লে ল্যান্ডের পরিবেশবান্ধব এসি ও নন এসি বাসের বডি তৈরির জন্য ঢাকার ধামরাইয়ে নিজস্ব কারখানা গড়ে তোলা হচ্ছে। এতে আগামী বছর থেকে বিলাসবহুল গাড়ি তৈরি করা সম্ভব হবে।
ইফাদ অটোজ আগামী এক বছরের মধ্যে এক হাজার গাড়ি বাজারে আনবে বলেও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের অশোক লে ল্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বালাচন্দ্রান বেনকাট সুব্রামানিয়াম।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এসএম/জেডএফ/এসএস