ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান ও আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুমের (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ) প্রধান মুফতী ছাঈদ আহমদ, আল জামিয়াতুল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রামের মুফতি ও মুহাদ্দিস শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাসিম, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং দারুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম খান, মো. শামসুল হুদা, আশেক আহমেদ জেবাল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এবং মোহাম্মদ শহীদ উল্লাহও এ সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আইএ