ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক মাস কাঁচা পাট রফতানি বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এক মাস কাঁচা পাট রফতানি বন্ধ ছবি : সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার (০৩ নভেম্বর) থেকে আগামী একমাস কাঁচাপাট রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



সোমবার (০২ নভম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার বাংলানিু্জকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ’

মন্ত্রণালয় সূত্র জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ৩ নভেম্বর থেকে আগামী এক মাস সব ধরনের কাঁচা পাট রফতানি বন্ধ থাকবে।

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।