ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন মাসে কৃষিঋণ বিতরণ সাড়ে ১৬ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
তিন মাসে কৃষিঋণ বিতরণ সাড়ে ১৬ শতাংশ

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশের সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি খাতে ৩ হাজার ২শ ৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।

চলতি ২০১৫-১৬ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা।

এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ৯ হাজার ২৯০ কোটি টাকা, বেসরকারি ব্যাংক ৬ হাজার ৭১৭ হাজার কোটি ও বিদেশি ব্যাংক ২৯৩ কোটি টাকা। যা জুলাই-সেপ্টেম্বর মাসে বিতরণের পরিমাণ লক্ষ্যমাত্রার সাড়ে ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের তিন মাসে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৫৩ কোটি ৮৪ লাখ টাকা বেশি। ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন মাসে কৃষিঋণ বিতরণ হয়েছিল ২ হাজার ৭৫০ কোটি ৪০ লাখ টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই মাসে বিতরণ হয়েছে ৮৬১ কোটি ৯১ লাখ টাকা। আগস্টে ৯৫২ কোটি ৪৩ লাখ টাকা। সেপ্টেম্বরে ১ হাজার ৩৮৯ কোটি ৯০ লাখ টাকা।

এর বাইরেও ব্যাংকগুলোকে মোট কৃষি ঋণের কমপক্ষে আড়াই শতাংশ কৃষি ও পল্লীখাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংকগুলোর জন্য এর পরিমাণ ৫ শতাংশ।

এদের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে বছর শেষে লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক জমা দিতে হবে। এজন্য কোনো সুদ  দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, গেল অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও ৩ শতাংশ বেশি কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এর মধ্যে আদায় হয়েছে ৭০ শতাংশ।

গত অর্থবছরে আমদানি বিকল্প ফসল চাষে ৪ শতাংশ রেয়াতি সুদহারে সাড়ে ৯৫ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ৮২ শতাংশ অর্জিত  হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, আমন মৌসুমে কৃষক থেকে ঋণের চাহিদা বেশি হওয়ার জন্যই সার্বিক কৃষিখাতে ঋণ বিতরণ বেড়েছে। সামনে বোরো মৌসুমকে সামনে রেখে কৃষিঋণ বিতরণ আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।