ঢাকা: প্রবাসী বাংলাদেশিরা চলতি বছরের অক্টোবর মাসে ১০৮ কোটি ৭৬ লাখ ডলার (৮ হাজার ৪৬৭ কোটি ৮৮ লাখ টাকা) রেমিটেন্স পাঠিয়েছেন। এ অর্থ আগের মাসের চেয়ে ২৬ কোটি ১৪ লাখ টাকা কম।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিটেন্স এসেছে মোট ৫০২ কোটি ১২ লাখ ডলার (৩৯ হাজার ৯৪ কোটি ২৮ লাখ টাকা)। যা এর আগের (২০১৪-১৫) অর্থবছরের চেয়ে সামান্য কম। গত অর্থবছরের প্রথম চার মাসে রেমিটেন্স এসেছিলো ৫০২ কোটি ৯১ লাখ ডলার (৩৯ হাজার ১৫৫ কোটি ৭৯ লাখ টাকা)।
সোমবার (০২ নভেম্বর) পাঠানো বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা যায়, অক্টোবর মাসে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ১৪ লাখ ডলারের (২ হাজার ৫৮০ কোটি ২২ লাখ টাকা) রেমিটেন্স এসেছে। চলতি বছর সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৩৯ কোটি ৮৬ লাখ ডলার (৩ হাজার ১০৩ কোটি ৪৩ লাখ টাকা)। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি ৩৩ লাখ ডলার (১০৩ কোটি ৫৫ লাখ টাকা) রেমিটেন্স এসেছে, যা আগের মাসে ছিল এক কোটি ৬৮ লাখ ডলার (১৩০ কোটি ৮০ লাখ টাকা)।
প্রতিবেদনে আরও দেখা যায়, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে অক্টোবর মাসে ৭২ কোটি ৯১ লাখ ডলারের (৫ হাজার ৬৭৬ কোটি ৬৬ লাখ টাকা) রেমিটেন্স এসেছে দেশে, যা আগের মাসে ছিল ৯১ কোটি ৮১ লাখ ডলার (৭ হাজার ১৪৮ কোটি ১৮ লাখ টাকা)। সে হিসেবে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এক মাসের ব্যবধানের রেমিটেন্স কমেছে ১৮ কোটি ৯০ লাখ ডলার (১ হাজার ৪৭১ কোটি ৫২ লাখ)। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৩৭ লাখ ডলারের (১০৬ কোটি ৬৬ লাখ টাকা) রেমিটেন্স এসেছে, যা আগের মাসে ছিল এক কোটি ৫৩ লাখ ডলার (১১৯ কোটি ১২ লাখ টাকা)।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসই/আরএইচ