ঢাকা: ঘরে বসে সড়কপথ, জলপথ এবং আকাশপথে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যেকোনো যানবাহন ভাড়া নেওয়ার সুযোগ পাবেন ‘ট্রান্সপোর্ট বাংলা’র মাধ্যমে। সম্প্রতি যাত্রা শুরু করা অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গ্রাহক পর্যায়ে বেশ সাড়া ফেলেছে।
‘ট্রান্সপোর্ট বাংলা’র মাধ্যমে যেকোনো ধরনের মাইক্রোবাস, ট্যুরিস্ট বাস, জিপ (মাসিক, দিন, ঘণ্টা হিসেবে) ভাড়া নেওয়া যাবে।
শুধু সড়ক পথেই নয় ‘ট্রান্সপোর্ট বাংলা’র মাধ্যমে জলপথের যেকোনো যানবাহন যেমন- স্পিডবোট, বিলাশবহুল ক্রুজ জাহাজ ভাড়া নেওয়া যাবে। এছাড়া আকাশপথেও একজন গ্রাহক হেলিকপ্টার, প্রাইভেট জেট প্লেন ভাড়া নিতে পারবেন এর মাধ্যমে।
নিরাপদ যাতায়াত ও দ্রুত যাত্রী সেবার লক্ষ্যেই ‘ট্রান্সপোর্ট বাংলা’র যাত্রা শুরু বলে জানান এর উদ্যোক্তারা।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৩,২০১৫
জেডএস