ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র শুভঙ্কর সাহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র শুভঙ্কর সাহা শুভঙ্কর সাহা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র করা হয়েছে নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহাকে।

বুধবার (০৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক নুর-উন-নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।



আগের মুখপাত্র মাহফুজুর রহমান চলতি বছরের ৩১ অক্টোবর অবসরপূর্ব ছুটিতে যাওয়ায় শুভঙ্কর সাহাকে নতুন মুখপাত্র করা হয়েছে।

শুভঙ্কর সাহার অনুপুস্থিতে দায়িত্ব পালনের জন্য নতুন দু'জনকে সহকারী মুখপাত্র করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, শুভঙ্কর সাহাকে সার্বিক সহযোগিতা করার জন্য গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি

বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামকে সহকারী মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, কোনো কারণে শুভঙ্কর সাহা অনুপস্থিত থাকলে এএফএম আসাদুজ্জামান মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে আনষ্ঠানিকভাবে জানাতে বৃহস্পতিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। সম্মেলনে সার্বিক বিষয়ে নতুন মুখপাত্র কথা বলবেন।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।