ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আকতার ফার্নিচারে বুকিং দিলেই ১২ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আকতার ফার্নিচারে বুকিং দিলেই ১২ শতাংশ ছাড় ছবি : জি এম মুজিবর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আকতার ফার্নিচারের যে কোনো পণ্য কিনলে অথবা বুকিং দিলে ১২ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা।
 
আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি,বি) শুরু হওয়া দুইদিনব্যাপী হোম ফেস্ট-এ এ সুবিধা পাচ্ছেন তারা।



মেলার শেষদিন শনিবার (০৭ নভেম্বর) আইসিসি,বি এর গুলনকশা হলে আকতার ফার্নিচারের স্টলে ঢু মেরে এসব তথ্য পাওয়া গেল। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
 
আকতার ফার্নিচারের স্টলের কর্মীরা জানান, বাসা বাড়ি ও অফিস সাজাতে ফার্নিচারে বিকল্প নেই। আকতার ফার্নিচারের স্টলে সব ধরনের ফার্নিচারই আছে।

অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির মেশিনে তৈরি করা এসব ফার্নিচার অনেক আরামদায়ক ও টেকসই বলেও জানালেন সংশ্লিষ্টরা।

স্টলে গিয়ে দেখা যায়, ডিসপ্লের মাধ্যমে আকতারের বিভিন্ন ফার্নিচার ঘুরে দেখছেন দর্শনার্থীরা। একেবারে নতুন পণ্য কাভারড সোফার প্রদর্শনীও রয়েছে।

হোম ফেস্টে’র বিভিন্ন স্টলেও আকতার ফার্নিচার রয়েছে বলেও জানালেন স্টলের কর্মীরা।
 
আকতার  ফার্নিচারের এক্সিকিউটিভ সেলস রিটেইল অ্যান্ড কর্পোরেট মাসুদ রানা বাংলানিউজকে জানান, স্টলে নতুন পণ্য সম্পর্কে বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শনার্থীরা। কাভারড সোফা বাণিজ্য মেলায় সরবরাহ শুরু হবে।

এরই মধ্যে এ সোফার জন্য অনেকে অর্ডার দিচ্ছেন বলেও জানালেন তিনি।
 
স্টল সংশ্লিষ্টরা বলছেন, ফার্নিচারে সব সময় ক্রেতাদের নতুনত্ব দিতে কাজ করে আকতার ফার্নিচার। এরই ধারাবাহিকতায় সব সময়ই নতুন পণ্য বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি।

আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকতার ফার্নিচারের এক কর্মকর্তা বলেন, বাসা-বাড়ির জন্য চারশ’র বেশি এবং অফিস সাজাতে দুইশ’র বেশি পণ্য রয়েছে। প্রতিটি পণ্যই আকতারের নিজস্ব কারিগর ও মেশিনে তৈরি।
 
বেশ কিছুদিন ধরে অনেকদিন বিদেশেও আকতারের বিভিন্ন ফার্নিচার পণ্য রফতানি হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।