ঢাকা: বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি এক হাজার দু’শ’ ৩৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সে হিসেবে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৫১৫ টাকা।
সোমবার (৯ নভেম্বর) থেকে সোনার নতুন এ দর কার্যকর হবে।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার দু’শ’ ৩৫ টাকা। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৫১৫ টাকায়।
রোববারও ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৪৩ হাজার ৭৫০ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ৪১৫ টাকায়। এর আগে বিক্রি হয়েছে ৪১ হাজার ৬৭১ টাকায়।
১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৭৬৭ টাকা। এর আগে বিক্রি হয়েছে ৩৪ হাজার ৯৯২ টাকা।
এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৬৪৬ টাকা। এর আগে বিক্রি হয়েছে ২৩ হাজার ৯১১ টাকায়।
একই সঙ্গে কমানো হয়েছে রূপার দাম। প্রতিভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ৯৩৩ টাকা। যা আগে ছিল ৯৯১ টাকা।
দেশের বাজারে সোনার দাম কমানোর পর ক্রেতাদের সাড়া পাওয়ার বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম বাড়ে-কমে। আন্তর্জাতিক বাজারে কিছুদিন আগে সোনার দাম বাড়তি ছিল। ওই সময় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছিল। এখন আবার দাম কমার ফলে সমন্বয় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসই/জেডএস