ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের নৈতিকতা কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জনতা ব্যাংকের নৈতিকতা কমিটির সভা ছবি : সংগৃহীত

ঢাকা: সৎ ও শুদ্ধাচারী ব্যাংকারের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংকের নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জনতা ব্যাংকের কমিটি রুমে এ সভ‍া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির সিইও অ্যান্ড এমডি মো. আবদুস সালাম। দুপুরে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মুকুল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ডিএমডি ওমর ফারুক, হাসান ইকবাল, আফরোজা গুল নাহার, হোসনে আরা বেগম এবং ব্যাংকটির মহাব্যবস্থাপকরা ও নির্বাহীরা।

সভায় জনতা ব্যাংককে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখা ও এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে প্রত্যক্ষ আবদান রাখতে ব্যাংকারদের মাঝে শুদ্ধাচার মনোভাব তৈরি এবং এর চর্চা অব্যাহত রাখতে সিইও অ্যান্ড এমডি সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।