ঢাকা: বর্তমান সময়ে পরিবেশগত ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত কনফারেন্সে এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, সৌরশক্তি, বায়োগ্যাস, বর্জ্য পরিশোধন প্লান্ট ও পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন, বায়োগ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সৌরশক্তি চালিত সেচ যন্ত্রে অর্থায়নের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এই উদ্যোগের ফলে আমরা দ্রুত পরিবেশগত ঝুঁকি থেকে আমাদের দেশ ও পৃথিবীকে রক্ষা করতে পারবো।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসই/ওএইচ/এমজেএফ