ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুললেন দেড়শ’ কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুললেন দেড়শ’ কৃষক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুললেন সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুরের দেড় শতাধিক কৃষক-কৃষাণী।

রোববার(২২ নভেম্বর) বিকেল ৫টায় তুজলপুর-আখড়াখোলা সিআইজি কৃষক সমবায় সমিতি এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ক্ষতিকর রাসায়নিক সার-কীটনাশকমুক্ত সবজি চাষ ও দেশীয় বীজ সংরক্ষণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তাদের এই অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।

 

সভায় তুজলপুর-আখড়াখোলা সিআইজি কৃষক সমবায় সমিতির সভাপতি ইয়ারব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন।

আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম, আল আরাফাহ ব্যাংক ঝাউডাঙ্গা শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, তুজলপুর-আখড়াখোলা সিআইজি কৃষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন চাষাবাদে ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক পরিহার করে জৈব ব্যবস্থাপনা চর্চা এবং দেশীয় বীজ সংরক্ষণের আহ্বান জানান।

পরে ঝাউডাঙ্গায় সদ্য স্থাপিত আল আরাফাহ ব্যাংকে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলেন স্থানীয় দেড় শতাধিক কৃষক-কৃষাণী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।