ঢাকা: রাজধানীতে পাতাল রেল নির্মাণে অর্থ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে টোকিওতে দ্বি-পাক্ষিক বৈঠকে জাপান এ আগ্রহ প্রকাশ করেছে।
রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল ও পাতাল রেল নির্মাণে মন্ত্রীর প্রস্তাবকে জাপান খুবই ইতিবাচক, বাস্তবধর্মী ও সময়োচিত প্রস্তাব হিসেবে উল্লেখ করেছে। পাতাল রেলের বিষয়ে একটি চূড়ান্ত প্রস্তাবনা পেশ করার জন্য বৈঠকে অনুরোধ করেছে জাপান।
রোববার (২২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মুস্তফা কামাল বলেন, রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল, মেট্রোরেল এবং ঢাকা-চট্রগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে জাপান সরকারের সহায়তা চাওয়া হয়েছে। জাপান এ বিষয়ে বাংলাদেশে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, পরিকল্পনা মন্ত্রী ১৯ নভেম্বর জাপানের রাজধানী টোকিওতে, জাপানের অর্থ-বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জাপান বহির্বাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং জাইকা’র প্রেসিডেন্টের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠককালে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে মুস্তফা কামাল, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকারের অবদান তুলে ধরে বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন খাতে জাপান সরকার বাংলাদেশকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছেন। যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করছে। এজন্য তিনি জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অতিরিক্ত ৫ বিলিয়ন ঋণ সহায়তা প্রদানে জাপান সরকারের প্রতিশ্রুতির উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
জাপানের মন্ত্রী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনকালে জাপানের অনুকূলে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও জাপানের বিভিন্ন কলকারখানায় স্থান পরিবর্তনের ক্ষেত্রে জাপানের উদ্যোক্তারা বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখছে বলে বৈঠকে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমআইএস/ওএইচ/জেডএস