ব্যাংকিং মেলা থেকে: বেসরকারি ব্যাংকের মধ্যে সাউথইস্ট ব্যাংক স্থায়ী আমানতে (এফডিআর) যেকোনো মেয়াদে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে। ১, ৩, ৬ মাস ও ১ বছর মেয়াদে সর্বোচ্চ ৭ শতাংশ ইন্টারেস্ট দিচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তা মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাংলা একাডেমিতে আয়োজিত ব্যাংকিং মেলায় বাংলানিউজকে তিনি এ তথ্য জানান তিনি।
দেশের ব্যাংকগুলোর ঋণ ও আমানত স্কিমসহ বিভিন্ন ধরনের সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ৫ দিনব্যাপী (২৪-২৮ নভেম্বর) এ মেলার আয়োজন করে।
মিজানুর রহমান বলেন, সাউথইস্ট ১ মাস মেয়াদে যেকোনো সঞ্চয়ে (এফডিআর) সর্বোচ্চ ৫ শতাংশ ইন্টারেস্ট দেয়, যা অন্য ব্যাংকে ৫ শতাংশের অনেক কম দেয়।
এছাড়া ৩, ৬ ও ১২ মাস মেয়াদী সঞ্চয়ে সর্বোচ্চ ৭ শতাংশ ইন্টারেস্ট দেওয়া হয়। ফলে ব্যাংক ও মেলা দুই জায়গায় এফডিআরে সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
প্রতি মেয়াদে আর্কষণীয় মুনাফা, মেয়াদান্তে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সেবা, জরুরি প্রয়োজনে ঋণ সুবিধাও দেওয়া হচ্ছে বলে জানান মিজান।
‘এসএনডি’ একাউন্ট সম্পর্কে এ কর্মকর্তা বলেন, স্পেশাল নোটিশ ডিপোজিট একাউন্ট থেকে পূর্ববর্তী নোটিশ প্রদান সাপেক্ষে টাকা উত্তোলন করা যায়।
এছাড়া অন্য ব্যাংকের চেয়ে আর্কষণীয় মুনাফা, বছরে দু’বার মুনাফা, নামমাত্র সার্ভিস চার্জ, বিনামূল্যে বছরে দু’বার ব্যাংক স্টেটমেন্ট সুবিধাও দেওয়া হয়।
সেভিংস একাউন্ট সম্পর্কে তিনি বলেন, সঞ্চয়ে উদ্ধুদ্ধ করতে আমরা একাউন্ট খোলায় কোনো চার্জ নেই না। সাথে একটি ডেবিট কার্ড ফ্রি দিয়ে থাকি।
তিনি বলেন, আমাদের ব্যাংকের কার্ড ব্যবহার করে সাউথইস্ট ছাড়াও ডাচ-বাংলা, ব্র্যাক ব্যাংকসহ সব ব্যাংকের বুথ থেকে খরচ ছাড়াই টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। যা অন্য ব্যাংকের কার্ডে সম্ভব নয়।
এছাড়া সব শাখায় অনলাইন ব্যাংকিং, অনলাইনে ফ্রি টাকা পাঠানো যায়। এ জন্য সেভিংস একাউন্টে এ ব্যাংক অনেক এগিয়ে বলেও জানান মিজানুর রহমান।
ইন্টারনেট ব্যাংকিং সাউথইস্ট এগিয়ে জানিয়ে তিনি বলেন, আধুনিক ব্যাংকিং সব ধরণের সুবিধা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি আমরা।
ইন্টারনেট ব্যাংকিং এর আওতায় এফডিআর ও সঞ্চয়ী হিসাব খোলা, টক টাইম রিচার্জ, একাউন্ট সম্পর্কিত তথ্য, স্টেটমেন্ট, ব্যালেন্স অনুসন্ধান, স্টপ পেমেন্টসহ রয়েছে নানা সুবিধা। যেখানে গ্রাহকের নেই কোনো খরচ।
অনলাইন সিস্টেমে একাউন্টে টাকা পাঠানো, যেকোন ব্যাংকের একাউন্টে টাকা স্থানান্তর, ওয়াসা, ডিপিডিসি ও ডেসকোর বিল পরিশোধ সুবিধাও রয়েছে।
ব্যাংকের গ্রুপ লিডার মো. ফখরুজ্জামান বলেন, সবচেয়ে কম রেটে চেক বুক সার্ভিস দেওয়া হচ্ছে। ক্রেডিট কার্ডে অন্য ব্যাংকের চেয়ে কম চার্জ নেওয়া হয়।
সাউথইস্টের ক্রেডিট কার্ড গ্রাহকরা দেশে-বিদেশে সহজে ব্যবহার করতে পারেন। যেখানে অন্য ব্যাংকের কিছুটা হলেও অভিযোগ থাকে- যোগ করে তিনি।
মেলায় সঞ্চয় স্কিমগুলোতে সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে মিজানুর রহমান বলেন, ২-৮ বছরের স্কিমগুলাতে ৭.৭৫ থেকে ৮ শতাংশ ইন্টারেস্ট হওয়ায় সাড়া বেশি। এছাড়া ইসলামিক ব্যাংকিং, প্রবাসী ব্যাংকিং, হজ সঞ্চয়, গ্রিন ব্যাংকিং, পেনশন সেভিংস স্কিম, এসএমই স্বপ্নিল, শিখর, স্কুল ব্যাংকিং বেশ জনপ্রিয় স্কিম।
কৃষি ঋণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার ক্ষেত্রেও এ ব্যাংক এগিয়ে। ২০১৪ সালে ৭৪০.১৬ মিলিয়ন টাকার কৃষি ঋণ ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে ব্যাকটি থেকে।
২০১৫ সালে সরাসরি এ ঋণের পরিমাণ ১১২.৭৪ মিলিয়ন ও এনজিও’র মাধ্যমে বিতরণ ৮২৭.৮২ মিলিয়ন টাকা। এছাড়া তেলবীজ ও মসলা উৎপাদনে .৫৭ মিলিয়ন টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের বর্তমানে ২৮ হাজার ২১৮টি ঋণ হিসাব, ৫ লাখ ৯৪ হাজার ৮৬৭টি আমানত হিসাব, ১১৬টি শাখা, ৯৯টি এটিএম বুথ, ৯ হাজার ২৬টি টেলিক্যাশ হিসাব ও ১৪ হাজার ৩১১ জন ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরইউ/এমজেএফ
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়