ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮২তম শাখা উত্তরার সোনারগাঁও জনপথ রোডে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই শাখা উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ্ ও এ এস এম বুলবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বনির্ভর গ্রুপের চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম, দখিনা রিয়েল এস্টেটের এমডি লে. কর্নেল (অব.) আরিফুল আজম, উত্তরা ১২নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ইউনুস আলী মোল্লা ও সেক্রেটারি এ কে এম নাসির উল্লাহ্।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সোনারগাঁও জনপথ শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান ভুঁইয়া।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, উত্তরায় ১২নং সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ন্যাশনাল ব্যাংকের এ শাখা খুলতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি এলাকার জনগণকে ন্যাশনাল ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বিশেষ করে বৈদেশিক রেমিট্যান্সের ক্ষেত্রে সুবিধা গ্রহণের পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসই/আইএ