ঢাকা: বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে লাগে ৫ লাখ টাকা। হিসাব খোলার পর হিসাব থেকে এই টাকা উত্তোলন করলে উল্টো গুনতে হবে জরিমানা।
বিনিময়ে যে কোনো পরিমাণ টাকা চেকের মাধ্যমে সঙ্গে সঙ্গে তোলার সুযোগ দেওয়া হয়। অন্য ব্যাংক থেকে ৪ থেকে ৫ লাখ টাকা তুলতে বেশ কয়েকদিন সময় লাগে বলে দাবি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা অ্যাসিসটেন্ট ম্যানেজার রাজীব বড়ুয়ার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলা একাডেমিতে জাতীয় ব্যাংকিং মেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্টল থেকে এ তথ্য জানা যায়।
এতো বেশি টাকা দিয়ে অ্যাকাউন্ট কেন খুলবে গ্রাহক? জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, আমরা একটি স্ট্যান্ডার্ড মেনে চলি।
তাহলে আপনারা কি শুধু উচ্চবিত্তকে গ্রাহক করতে চান? মধ্যবিত্তদের ব্যাংকিং সুবিধা দিতে চান না? এমন প্রশ্ন করা হলে রাজীব বলেন, অবশ্যই না। আমরা মধ্যবিত্তদেরও সেবা দেই। এক্ষেত্রে ‘একসেস এ/সি’ হিসাব ২৫ হাজার টাকা দিয়ে খোলার সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, তবে এই হিসাবের বিপরীতে গ্রাহককে কোনো চেক দেওয়া হবে না। শুধু এটিএম কার্ডের মাধ্যমে টাকা উঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ‘স্কুল ব্যাংকিং হিসাব’ খোলা হয় কি-না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে, সেহেতু থাকতে পারে। তবে এ বিষয়ে আমার কিছু জানা নেই। মেলা উপলক্ষেও আমাদের এ ধরনের কোনো কাগজ-পত্র দেওয়া হয়নি।
চলতি হিসাব খুলতে কত টাকা লাগবে? জানতে চাইলে তিনি বলেন, অ্যাকাউন্ট খুলতে লাগবে ১ লাখ টাকা। তাহলে সঞ্চয়ী হিসাব খুলতে ৫ লাখ টাকা লাগবে কেন? প্রশ্ন করা হলে তিনি বলেন, সঞ্চয়ী হিসাবে ৮ শতাংশ হারে মুনাফা দেওয়া হয়। কিন্তু চলতি হিসাবে কোনো মুনাফা দেওয়া লাগে না। এজন্য সঞ্চয়ী হিসাব খুলতে বেশি টাকা লাগে।
এদিকে, বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের মধ্যে সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলা একাডেমিতে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যপী জাতীয় ব্যাংকিং মেলা। তবে বিদেশি এই ব্যাংকের এমন কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের সেই উদ্দেশ্য বিরোধী হিসাবে যাচ্ছে, বলছেন দর্শনার্থীরা।
তাদের দাবি, এতো টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার বিধান থাকলে সর্বসাধারণ তো দূরের কথা মধ্যবিত্তরাও এ সেবার আওতায় আসবেন না। কেউ ব্যাংক হিসাব খোলার তথ্য জানতে এসে এমন সংবাদ পেলে তার মধ্যে ব্যাংক সম্পর্কে নেতিবাচক ধারণাই জন্ম নেবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটিতে ২ হাজার ৮ জন জনবল রয়েছে। তবে এর মধ্যে কতজন নারী এবং কতজন পুরুষ সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকে কোনো তথ্য জানায়নি স্ট্যান্ডার্ড চার্টার্ড।
বাংলাদেশে ব্যাংকটির ১৯টি শাখা থাকলেও এটিএম বুথ রয়েছে ৮৪টি। এর সবকটিই শহরে। ১১০ বছর ধরে ব্যবসা করলেও এই ব্যাংকটি শহরের বাইরে গ্রামে কোনো শাখাই খোলেনি। অথচ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শহরে দু’টি শাখা খুললে গ্রামে বাধ্যতামূলক একটি শাখা খুলতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই নিদের্শনাটি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
মেলায় অবস্থিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্টলে অবস্থান করে দর্শনার্থীদের বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। আবদুর রহিম নামে এক দর্শনার্থী অ্যাকাউন্ট করতে ৫ লাখ টাকা লাগবে শুনতেই পাশে থাকা বন্ধু রাশেদকে বললেন, ‘চল আগে ভাগি। এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কিডনি বেচা লাগবে মনে হয়’। একথা বলে দ্রুত স্থান ত্যাগ করেন তারা দু’জন।
এর ৫ মিনিট পর জহিরুল ইসলাম নামে আরেক ব্যক্তি আসেন স্টলটিতে। অ্যাকাউন্ট খোলার তথ্য জানতে চাইলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা তাকে জানান, সঞ্চয়ী হিসাব খুলতে প্রাথমিক বাবদ ৫ লাখ লাগবে। এ সময় এই দর্শনার্থী জানতে চান, কোনো ডিপোজিট স্কিম আছে কিনা? উত্তরে রাজীব বড়ুয়া জানান, আমাদের কোনো ডিপোজিট স্কিম নেই। এতে বিরক্ত হয়ে জহিরুল ইসলাম বলেন, আপনারা কি ব্যাংকিং কার্যক্রম চালাতে এসেছেন, নাকি মধ্যবিত্তদের নিয়ে উপহাস করতে এসেছেন।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসই/এএসএস/আইএ
** ট্রাস্ট ব্যাংকের কোটিপতি অফার
** মানিব্যাগেরও কাজ করছে বিকাশ
** চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ
** সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ
** সাউথইস্ট ব্যাংকের এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়