ঢাকা: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড প্রবাসীদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প (প্রবাসী প্রিমিয়াম স্কিম) চালু করেছে।
বাংলা একাডেমিতে আয়োজিত জাতীয় ব্যাংকিং মেলার চতুর্থ দিন শুক্রবার (২৭ নভেম্বর) প্রবাসীদের জন্য চালু করা এই সঞ্চয় স্কিম হিসাব খোলার জন্য উৎসাহ দিচ্ছেন ব্যাংকটির কর্মকর্তারা।
জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান ইকবাল বাংলানিউজকে জানান, প্রবাসীদের অর্থ দেশে পাঠাতে আরও বেশি উৎসাহী করতে এই স্কিম চালু করেছি।
৫ বছর মেয়াদী এই স্কিমে প্রবাসী বাংলাদেশিরা মাসে ৫ হাজার টাকা জমা দিয়ে মেয়াদ শেষে পাবেন ৩ লাখ ৫৬ হাজার টাকা। একই প্রকল্পে মাসে ১০ হাজার টাকা জমা দিয়ে মেয়াদ শেষে পাবেন ৭ লাখ ১৪ হাজার টাকা।
জনতা ব্যাংক নতুন এই স্কিম ছাড়াও বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় গ্রামাঞ্চলের দুধ উৎপাদনকারী খামারিদের জন্য মাত্র ৫ শতাংশ সুদে সর্বনিন্ম দুই লাখ টাকা ঋণ প্রকল্প চালু করেছে।
ব্যাংক সূত্র জানায়, নতুন ডিপোজিট স্কিম ছাড়াও রয়েছে চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্পেশাল নোটিশ ডিপোজিট, স্থায়ী আমানত, জেবি মাসিক সঞ্চয়, জিবিডিএস, জেবিএস, স্কুল ব্যাংকিং, জেবিএলআরএসএস, জেবিএমবিএস, জেবিএমএসএস, জেবিএসডিএস, জেবিএসপিএস, আরএসএস, ইডিএস।
ঋণ প্রকল্প রয়েছে- বায়োগ্যাস প্লান্ট, ভাসমান খাচায় মাছ চাষ, কনজ্যুমার ক্রেডিট, তাত শিল্প ঋণ, ফুল চাষ ও উদ্যান ঋণ, বনায়ন ঋণ, লবণ চাষ ঋণ, কর্মজীবী ঋণ, ছাগল পালন ঋণ, গ্রামীণ পরিবহন ঋণ, সাইবার ক্যাফে ঋণ, বহুমুখী তদারকি ঋণ, ডক্টরস ঋণ, মৎস্য চাষ ঋণ, শস্য গুদামজাতকরণ ঋণ, হাইব্রিড মিল্কিং কাউ বিয়ারিং, সেচ ও কৃষি যন্ত্রপাতি ঋণ, ১০ টাকার হিসাবের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বেকার যুবকদের জন্য ঋণ, প্রতিবন্ধীদের জন্য ঋণ, দুধেল গাভী অথবা মহিষ পালন ঋণ, মাশরুম চাষ ঋণ, প্রকল্প ঋণ, প্রকল্প ঋণ, ডাল, তেল বীজ ঋণ, মসলা ও ভুট্টা চাষ, বীজ উন্নয়ন কর্মসূচি ঋণ, সৌরশক্তি ঋণ, কেচো কম্পোষ্ট সার তৈরি ঋণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন ঋণ ও চলতি মূলধন ঋণ।
ব্যাংকটির মোট শাখা রয়েছে ৯০৬টি; এর মধ্যে শহরে ৪৮৩, গ্রামে ৪২৩টি। আমানত হিসাব ৭০ লাখ ৩৮ হাজার ৭৬৬টি; এরমধ্যে শহরে ৩৯ লাখ ৯ হাজার ৪২৮টি, গ্রামে ৩১ লাখ ২৯ হাজার ৩৩৮টি। ঋণ হিসাব ৫ লাখ ৯ হাজার ৮৯৮টি; শহরে ২ লাখ ৫৪ হাজার ৫৮৩টি, গ্রামে ২লাখ ৫৫ হাজার ৩১৫টি। এটিএম বুথ শহরে ২৩টি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২৯১৫
এসই/আরইউ/এমজেএফ
** প্রিমিয়ারে সঞ্চয়ে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** ট্রাস্ট ব্যাংক দিচ্ছে ল্যাপটপ ঋণ
** স্ট্যান্ডার্ড চার্টার্ডে হিসাব খুলতে আপনার লাগবে ৫ লাখ টাকা
** ট্রাস্ট ব্যাংকের কোটিপতি অফার
** মানিব্যাগেরও কাজ করছে বিকাশ
** চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ
** সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ
** সাউথইস্ট ব্যাংকের এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়