ঢাকা: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক খান আহমেদ সাঈদ মুরশিদ (কে এ এস মুরশিদ) বলেছেন, ক্ষুদ্র ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আর্থিক অর্ন্তভুক্তির জন্য ঝুঁকি নিতে হবে। অন্যথায় সফল হওয়া সম্ভব নয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
জাতীয় ব্যাংকিং মেলা-২০১৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন; এসএমই অ্যান্ড মাইক্রো ফিন্যান্স’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
বিআইডিএস মহাপরিচালক মুরশিদ বলেন, আর্থিক অর্ন্তভুক্তির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এনজিও ঋণ গ্রহীতা এবং ঋণ দাতা ঝুঁকি নিতে সাহস পান না। আগে ভাবনা চিন্তা শুরু হয় টাকা ফেরত দেওয়া ও পাওয়া নিয়ে। এই সংস্কৃতি থেকে বের হয়ে ঝুঁকি নিতে হবে সংশ্লিষ্টদের। এজন্য প্রয়োজনে রিস্ক ইন্সুরেন্স ও শস্য বিমা চালু করতে হবে।
‘ফিন্যান্সিয়াল মার্কেটে না ঢুকলে ফিন্যান্সিয়াল ইনক্লুশন সম্ভব নয়। সে লক্ষ্যে আর্থিক অর্ন্তভুক্তিতে কাজ করতে হবে। কারণ ফিন্যান্সিয়াল মার্কেট সার্পোট টু ফিন্যান্সিয়াল ইনক্লুশন। সমাজের নিচু স্তরে যারা অবস্থান করে তাদের অর্ন্তভুক্তি কতটা নিশ্চিত করতে পারছি; সেগুলো আগে ভেবে দেখা উচিত। ’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের সঞ্চালনায় সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা আখতারুজ্জামান ও মহাব্যবস্থাপক হাবিবুর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসই/আরইউ/এমএ