ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর রিটার্ন জমা

শেষদিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে কর অফিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
শেষদিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে কর অফিস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: করদাতাদের সুবিধার্থে ২০১৫-১৬ অর্থবছরে ব্যক্তিশ্রেনির আয়কর রিটার্ন (আয়কর বিবরণী) দাখিলের শেষদিন সোমবার (৩০ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত সব কর অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
রোববার (২৯ নভেম্বর) এনবিআর সদস্য (করপ্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।


 
আদেশে বলা হয়েছে, সোমবার অফিস সময় শেষ হলেও করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে রাত ১০টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
 
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র অনুরোধে এ সীমা শেষ হওয়ার পর দু’মাস (৩১ অক্টোবর থেকে-৩০ নভেম্বর) সময় বৃদ্ধি করে এনবিআর।
 
২০১৪-১৫ করবর্ষে রিটার্ন দাখিলের সময় দু’দফা বৃদ্ধি করা হলেও চলতি করবর্ষে তা আর বৃদ্ধি করা হবে না বলে এনবিআর’র একটি সূত্র জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫/আপডেট: ০৮৩৭ ঘণ্টা
আরইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।