আইসিসিবি থেকে: শুক্রবার (ডিসেম্বর ০৪) দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনী।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে এ প্রদর্শনী।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠা এ প্রদর্শনীতে একসঙ্গে শুরু হয়েছে ১৫তম পাওয়ার বাংলাদেশ, ১০ম সোলার বাংলাদেশ, ১৮তম কন-এক্সপো ও ১৬তম রিয়েল এস্টেট বাংলাদেশ প্রদর্শনী।
সরকারি ছুটির দিন শুক্রবার বেলা ১১টার পর থেকেই মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়তে শুরু করে।
‘সেমস গ্লোবাল‘ গ্লোবাল আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দশটি দেশ থেকে আসা উদ্যোক্তারা এতে পাওয়ার জেনারেশন ও ট্রান্সমিশন, বিকল্প শক্তি, সোলার পাওয়ার, এনার্জি ও রিনিউয়েবল এনার্জি খাতের সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে।
আয়োজকরা জানান, উৎপাদন, আউটসোর্স, উপ-ঠিকাদারি, নকশা ও উন্নয়ন, সরাসরি বিপণনের জন্য ব্যবসায়িক অংশীদার এবং পারস্পরিক সমঝোতার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম এই প্রদর্শনী।
এ প্রদর্শনী দেখার পাশাপাশি বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশও পর্যবেক্ষণ করবেন।
প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
একে/আরআই
** ইউরো লিফটে দ্বিগুণ ছাড়
** শক্তিশালী বসুন্ধরা সিমেন্টের তথ্য মিলছে প্রদর্শনীতে
** বসুন্ধরায় রূপায়ন হাউজিংয়ে সর্বোচ্চ ছাড়
** পূর্বাচলে হবে ১৩০ তলার আইকন টাওয়ার