ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমছেই না ডিমের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
কমছেই না ডিমের দাম

ঢাকা: গত মাস থেকে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ডিমের দাম। তবে গেল সপ্তাহে ফার্মের মুরগীর ডিমের ডজন ১০ টাকা কমলেও সপ্তাহে ফের ১০ টাকা বেড়েছে।



শুক্রবার (০৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ও মুগদা কাঁচা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেল।

বিক্রেতারা জানান, রাজধানীতে বিভিন্ন বাজার ও আকারভেদে ফার্মের মুরগীর ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০২ থেকে ১০৮ টাকা করে।

আর ডিমের হালি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

দেশি মুরগী ও হাঁসের ডিমের দাম হালি প্রতি ২ টাকা বেড়ে গত কয়েক সপ্তাহ থেকে স্থিতিশীল রয়েছে।


আকারভেদে দেশি মুরগীর ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়; ডজন ১৫০ টাকা। হাঁসের ডিম প্রতি হালি ৪০ টাকা আর ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতারা যুক্তি দিচ্ছেন, ফার্মের মুরগীর খাবারের দাম বাড়তি, তাই ডিমের দাম কমছে না। এ অবস্থা গত কয়েক সপ্তাহ ধরেই চলছে।

সরেজমিনে দেখা যায়, ডিমের সঙ্গে গত মাস থেকে বাড়তি দামে আলু বিক্রি হলেও এ সপ্তাহে বাজারে সরবরাহ বাড়ছে নতুন আলু। তাই কম দামে অর্থাৎ কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা করে নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে।

তবে পুরাতন আল‍ু গত মাসের মতো প্রতিকেজি ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

 
এদিকে রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ পর্যন্ত থাকায় দাম কমেছে নানা ধরনের মৌসুমী সবজির।

রাজধানীর বাজারে ফুলকপি প্রতি পিস আকারভেদে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। বেগুন (জাতভেদে) বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ থেকে ৬০ টাকায়। শিম ৩০ টাকা, গাজর ৫০ টাকা, টমেটো (কাঁচা) ৪০ টাকা, টমেটো (পাকা) ৮০ টাকা।

শালগম ৩০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনিয়াপাতা কেজি ৮০ টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে।

** আমদানির প্রভাব দেশি পেঁয়াজের বাজারে

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এফবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।